দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলন করে বলেছেন আজ একজনের মৃত্যু হয়েছে। তিনি বলেছেন “এই নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দুইজন”। খবর বিবিসি বাংলা।
এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪জন।
অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন। এই পর্যন্ত যে দুইজন মারা গেছে তাদের দুজনের বয়স ৭০ বছরের বেশি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এখন ৫০ জন রয়েছে।
শেখ রাসেল গ্যাস্ট্রো ইন্সটিটিউট এবং শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এই নতুন দুটি হাসপাতাল প্রস্তুত রাখার ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। “এই দুটি হাসপাতাল যেকোন সময় গ্রহণ করে উচ্চতর চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবো বলে” তিনি জানান।