মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

করোনাভাইরাস: ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেলেন

মুগ্ধতা.কম

১২ মার্চ, ২০২০ , ৩:৩৫ অপরাহ্ণ ;

ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও জুভেন্তাসে খেলেছেন রোনালদো

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব ক্রিস্টিয়ানো রোনালদো কোয়ারেন্টিনে আছেন বলে নানা সংবাদ মাধ্যমে জানা গেছে।

এর আগে নিশ্চিত করা হয়েছে রোনালদোর ক্লাব জুভেন্তাসের সতীর্থ ডেনিয়েল রুগানির করোনাভাইরাস ধরা পড়েছে।

রুগানি, ক্লাব ও দেশ ইতালির হয়ে রক্ষণভাগে খেলেন।

জুভেন্তাসের ওয়েবসাইট নিশ্চিত করেছে ৩৫ বছর বয়সী রোনালদো তার জন্মস্থানে অবস্থান করছে।

জুভেন্তাস ওয়েবসাইট বলছে, “বর্তমানে যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা চলছে তা বিবেচনায় এনে রোনালদো স্বেচ্ছায় মাদেইরায় অবস্থান করছেন।”

মূলত ঝুঁকি কমানোর জন্যই রোনালদোর এই অবস্থান।

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম বলছে, জুভেন্তাস অনুশীলন চালিয়ে যাচ্ছে, যেখানে রোনালদো যোগ দেননি।

করোনাভাইরাস যাতে সংক্রমণ না হয় সেজন্যই এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও জুভেন্তাসে খেলেছেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও জুভেন্তাসে খেলেছেন রোনালদো

সম্প্রতি রোনালদোর মা স্ট্রোক করার পর তাকে দেখতে যান এই পর্তুগিজ তারকা। এরপর সরাসরি পর্তুগালে নিজের বাড়ি মাদেইরায় যান রোনালদো।

সোমবার ইতালিয়ান লিগ বন্ধ ঘোষণার আগে রোববার ইন্টার মিলানের বিপক্ষে একটি ম্যাচে জুভেন্তাস ২-০ গোলের জয় পায়। এই ম্যাচটিতে রোনালদো ও রুগানি একই ড্রেসিং রুমে ছিলেন।

রুগানি অবশ্য ওই ম্যাচে মাঠে নামেননি।

জার্মানির হ্যানোভারের ডিফেন্ডার টিমো হুবার্সের পর দ্বিতীয় পেশাদার ফুটবলার হিসেবে রুগানির করোনাভাইরাস ধরা পড়েছে।

নিজের টুইটার পাতায় রুগানি লেখেন, “আপনারা খবরে জেনে থাকবেন কী হয়েছে, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি ভালো আছি।”

সবাইকে নিয়ম মানার আহ্বান জানিয়ে রুগানি বলেন, “আমরা নিজেদের ও কাছের মানুষদের জন্য সচেতন থাকি।”

করোনাভাইরাসের কারণে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে খালি মাঠে।

Banner image reading 'more about coronavirus'

করোনা ভাইরাস: রক্ষা কবচ নিজের কাছে

নভেল করোনা ভাইরাসঃ নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখার উপায়

করোনা ভাইরাস: যা জানতেই হবে

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ

Banner

ক্রীড়াঙ্গণে করোনাভাইরাসের প্রভাব

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেই ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচটিতে দর্শক ছিল না গত রাতে, তবে প্যারিসে পিএসজির ২-০ গোলে জয়ের পর প্রচুর মানুষ পার্ক দে প্রিন্সেসে জড়ো হয়ে উল্লাস করে।

আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, রেঞ্জার্সের ইউরোপা লিগের ম্যাচগুলো দর্শক ছাড়াই আয়োজিত হবে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশার বলছেন, এবার যদি মৌসুমের সব ম্যাচ না হয় তবে সেটাও বোধগম্য হবে।

স্প্যানিশ ফুটবল লিগের সকল খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া খেলা হবে বলে মঙ্গলবার জানা গেছে।

২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে।

 

সৌজন্যেঃ বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *