মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

করোনা না বিশ্বাস

মুগ্ধতা.কম

২ এপ্রিল, ২০২০ , ৩:৩০ অপরাহ্ণ

করোনা না বিশ্বাস

অনেক পরিপাটি করে শাড়ি পরে অর্ণা সৌরভের ফ্লাটে গেলো। আজ তাদের অন্যরকম সময়। সৌরভ সহ কাজির বাড়িতে যাবে। ফোনে বাবা মা’র অনুমতি নেয়া হয়েছে।

দরজা খুলে দিতেই সৌরভ একটা জোরে হাঁচি দিলো।

কী হয়েছে? কপালে হাত দিয়ে দেখে গা খুব গরম। জ্বর এসেছে।

এই সৌরভ তুমি শুয়ে থাকো তোমার প্রচন্ড জ্বর এসেছে। আমি তাপমাত্রা মেপে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়ে আসছি। অর্ণা ওয়াশ রুমে  প্রয়োজনীয় কাজটুকু শেষ করে গ্লাসে মুখে পানি দিতে চোখ আটকে যায় গ্লাসে, একটা নয় তিনটা টিপ আটকানো। সেতো কোনকালেই টিপ পরেনি।

ভালো ভাবে খেয়াল করলো ভেন্টিলেটরে একটা শুকনো হাইজিন প্যাড! মাথাটা ঝিমঝিম করতে লাগলো।

এক সপ্তাহ আগেও এসেছিলো ওয়াসরুম ঝকঝকে। বিয়ে করবে বলে ফেব্রুয়ারীতে বাসাটা নিয়েছে দু’জনে পছন্দ করে।

কোনটা ভয়াবহ করোনা ভাইরাস না বিশ্বাস?