মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বিভাগীয় লেখক পরিষদের জরুরী চিকিৎসা সেবা

মুগ্ধতা.কম

২৭ মার্চ, ২০২০ , ২:০৪ অপরাহ্ণ

দেশের বর্তমান করোনা ভাইরাস আতঙ্কের প্রেক্ষিতে ফোনে ও অনলাইনে জরুরী চিকিৎসা পরামর্শ সেবার উদ্যোগ নিয়েছে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর। আজ ২৭ মার্চ শুক্রবার সংগঠনের এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের নিম্নলিখিত চিকিৎসক সদস্যগণ বর্তমান অবস্থায় ফোন/ অনলাইনে জরুরী চিকিৎসা পরামর্শ দেবেন। তারা হলেন,

» ডা. ফেরদৌস রহমান পলাশ : ০১৭১২৫৬৪৭৬১ (বিশেষ করে শিশুদের সমস্যায়, fb.com/dr.ferdous.pmch)

» ডা. জিল্লুর রাব্বি: ০১৭১১০৭৬২৫৪ (fb.com/Zillurrabbi.co)

» ডা. শাহেদুজ্জামান লিংকন: ০১৭২১৭০০৭৫৮ (fb.com/shaheduzzaman.lingkon) এবং

» ডা. মোস্তারী বেগম মিতা: ০১৮৬৮৮৬৭৯৬৭ (fb.com/ovimani.kheya)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা সাধারণ সর্দি, কাশি, জ্বর বা এ জাতীয় সমস্যা অথবা শিশুদের কোন সমস্যায় ডাক্তার খুঁজে পাচ্ছেন না তারা এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন অথবা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। এ ধরণের সমস্যায় এখন প্রথমেই ডাক্তার / হাসপাতালে না যাওয়াই উত্তম।

এছাড়া অনেক সময় এমন হয়- কারও ডায়াবেটিস বা প্রেসার কম বেশি হচ্ছে কিন্তু ওষুধ অ্যাডজাস্ট করার ডাক্তার পাচ্ছেন না তারাও এই সেবা নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

জরুরী সহায়তা তহবিল :

খবর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের উদ্যোগে সীমিত পরিসরে একটি সহায়তা তহবিল গঠন করা হয়েছে। কারও আশেপাশে যদি এমন কোন অসহায় পরিবার দেখেন যারা বাড়িতে থাকার কারণে কর্মহীন এবং খাবার যোগাড় করতে পারছে না/ সরকারি কোন ভাতা পাচ্ছে না তাহলে দয়া করে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে জানাবেন।

অথবা

জাকির আহমদ (সাধারণ সম্পাদক )-০১৭১০৪৯০৪৬০,

এসএম সাথী বেগম (সিনিয়র সহ সভাপতি)-০১৭১২৯৩৩২৪১,

শামসুজ্জামান সোহাগ(সাংগঠনিক সম্পাদক)-০১৭২১৭৬৪৪৭৯ এবং

শরিফুল আলম অপু (অর্থ বিষয়ক সম্পাদক)- ০১৭১৮৫০৬০০২ নম্বরগুলোতে জানাতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া এই তহবিলে স্বচ্ছল ব্যক্তিদের সাধ্যমতো সহায়তা দিতেও অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠাবার নম্বর:

হিসাব নম্বর: ১৩০১৭/২, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর, জনতা ব্যাংক লিমিটেড, লালবাগ বাজার শাখা, রংপুর।

বিকাশ নম্বর: ০১৭২৮৭৫৩৫৭৬, ০১৭১৮৫০৬০০২, ০১৭২১৭৬৪৪৭৯।