ক — করুণা চাই করোনার আজাব থেকে
রো — রোধ করো সকল অনাচার থেকে
না — না বুঝে অভিশপ্ত হলে ফেরাও মোরে।
করোনা – প্রভু, পথভ্রষ্ট বলেই কি করোনা এলো
করোনা – আশ্রয় চাই স্রষ্টা করোনার ধ্বংস থেকে
করোনা – হে প্রভু, হেফাজত করো করোনা থেকে।
ক – তে দোযখের আগুনেরে ভয় করি
রো – তে শত কালিমা – গ্লানি দূর করো
না – তে তুমি ছাড়া কোনো গতি নাই।