সানু দুলাভাইয়ের প্রিয় বন্ধু কাজল ভাই আজ পৃথিবীতে নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাশ করে উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে নরসিংদীতে জয়েন করেছিলেন। ১৯৯৯ সালে স্বপ্না আপার বিয়ের দু’দিন আগেই তিনি ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে বিয়ে বাড়ি সাজাতে এসেছিলেন। সৃজনশীল এই মানুষটি অনেক সুন্দর কবিতা লিখতেন। তার সাথে আমার অনেক চিঠি আদান-প্রদান হতো কবিতার মাধ্যমে। আমি তখন রংপুর, কারমাইকেল কলেজে গণিত নিয়ে অনার্সে পড়ি। আর্মি অফিসার হওয়ার জন্য ৪৭ তম বি এম এ পরীক্ষা দিয়েছিলাম। তিনি এটি জানতে পারেন। সেই প্রেক্ষিতে এই চিঠিখানা লিখেছিলেন।