গতকাল থেকে ফিলিস্তিন, মিশর ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হঠাৎই এক নম্বর ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে উঠেছে غرد_كأنها_حرة# বা #tweetlikeitsfree.
এ এক অনন্য আনন্দ, এক অনন্য বেদনা।
দোহা নিউজের প্রতিবেদন
কাল্পনিকভাবে তারা ট্রেন্ড চালু করেছে যেন ফিলিস্তিনের কোথাও দখলদারি নেই, কোথাও ইসরায়েলি সেনাদের নির্যাতন নেই।
তারা হ্যাশট্যাগ দিচ্ছে বিচে পার্টি হবে, হাইফায় ঘুরতে যাবে, এটা করছে সেটা করছে- সবই কাল্পনিক। কিন্তু আরব দুনিয়ার এক নম্বর টুইটার হ্যাশট্যাগ!
এটা কি একইসাথে আনন্দের এবং বেদনার নয়?
এরকম অজস্র টুইটে সয়লাব