মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কিশোর বয়সি সন্তানদের সাথে যোগাযোগ

সিরাজুম মনিরা

১৬ ফেব্রুয়ারি, ২০২১ , ১১:৫৬ অপরাহ্ণ ;

কিশোর বয়সি সন্তানদের সাথে যোগাযোগ - সিরাজুম মনিরা

(পর্ব-১)

একজন শিশু যখন কিশোর বয়সে পৌঁছায় তখন সে যত সহজে তার বন্ধু মহলের সাথে মেশে কথা বলে তার বিপরীত চিত্র দেখা যায় পরিবারে বিশেষকরে পিতামাতার সাথে যোগাযোগের ক্ষেত্রে। একজন কিশোর কিশোরী নানা পরিবর্তনের মাঝে গুরুত্বপূর্ণ হলো- স্বাধীনতা চাওয়া এবং গোপনীয়তা, যা নিয়ে অনেক সময়ই তাদের পিতামাতার সাথে দ্বন্দ্ব তৈরি হয়।একজন কিশোর বয়সী সন্তানের সাথে তার পিতামাতা বা পরিবারের দ্বন্দ্ব বা মতবিরোধ যদিও বা কিছুক্ষেত্রে স্বাভাবিক কিন্তু, এটা যেন দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। সন্তানের সাথে কার্যকরী এবং ফলপ্রসূ যোগাযোগ এ সকল মতবিরোধ নিরসনের কার্যকরী উপায়।

কিশোর বয়সী সন্তানের সাথে যোগাযোগের ক্ষেত্রে পিতামাতা হিসেবে আমাদের বেশ কিছু দক্ষতা অর্জন করতে হবে।

আজকের এই পর্বটিতে শুধুমাত্র দক্ষতাগুলোকে উল্লেখ করব এবং পরবর্তী পর্বে এই দক্ষতাগুলোকে বিস্তারিত আলোচনা করব।

দক্ষতাসমূহ হলো –

১. মনোযোগ সহকারে শোনা।

২. সন্তানের সাথে কথা বলার জন্য সময় বের করা।

৩. কথা বলার সময় কোন প্রকার আবেগীয় প্রতিক্রিয়া না দেখানো।

৪. সন্তানের সাথে মতপার্থক্য নিয়ে কথা বলা।

৫. আপনার কিশোর বয়সী সন্তানের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা।

৬. সন্তানের সাথে মমতা এবং শ্রদ্ধার সাথে কথা বলা।

মনে রাখতে হবে ফলপ্রসূ যোগাযোগের কিন্তু কোন নির্দিষ্ট রেসিপি নেই। আগামী পর্বে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

মনোসামাজিক পরামর্শের পর্বগুলো প্রকাশিত হবে প্রতি সোমবার| আপনাদের মানসিক সহায়তা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে পাঠাতে পারেন মুগ্ধতা ডট কমের ফেসবুক পেজ ‘মুগ্ধতা’ (fb.com/mugdhotabd) এর ইনবক্সে অথবা info@mugdhota.com এই মেইলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *