মাথায় সারাজীবনের অর্জন সম্মান নামক কাঁটার মুকুট
মাথা ঝুঁকে বুকে এসে ঠেকে
নিশ্বাস নিই খাবি খেতে-খেতে।
ডান পা বিদ্ধ অর্থ আর সোনার মোহরে
বাম পা দিগন্ত বিস্তৃত জমিজিরাতে।
ডান হাতে বিদ্ধ সংসার আর সোনালি কাবিন
বাম হাত সমাজের বেড়াজালে।
একা ঝুলে থাকি ক্ষমা ভরা প্রসারিত বুক নিয়ে
অপেক্ষার ফল সুমিষ্ট জেনে প্রতীক্ষায় থাকি
কেউ একজন অন্তত আসুক
এসে মুক্ত করুক ক্রুশবিদ্ধ জীবন।