ক্লান্ত হবো যখন আমি
ক্লান্ত হবে তুমি,
ক্লান্ত হবে আকাশ বাতাস
ক্লান্ত তৃণ ভূমি!
ক্লান্ত হবে স্বপ্ন গুলো
ক্লান্ত হবে আশা,
ক্লান্ত হবে বসুন্ধরার
ক্লান্ত ভালোবাসা!
ক্লান্ত হবো যখন আমি
ক্লান্ত হবে ফুল,
ক্লান্ত হবে গল্প কবিতা
ক্লান্ত যত ভুল!
ক্লান্ত হবে চাঁদের আলো
ক্লান্ত হবে কান্না,
ক্লান্ত হবে ঝর্ণা বারি
ক্লান্ত হীরে পান্না!
ক্লান্ত হবো যখন আমি
ক্লান্ত হবে আয়ু,
ক্লান্ত হবে সূর্য সাগর
ক্লান্ত ঘুর্ণি বায়ু।
ক্লান্ত হবে সোনালি সবুজ
ক্লান্ত খাঁচার পাখি;
ক্লান্ত হবে কাগজ কলম
ক্লান্ত যুগল আঁখি!
এই লেখাটি #মুগ্ধতা_সাহিত্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। প্রতিযোগিতার নিয়ম জানতে ক্লিক করুন এখানে