মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ক্ষুধার্তের স্বীকারোক্তি 

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

সাকিল মাসুদের কবিতা - ক্ষুধার্তের স্বীকারোক্তি 

আমার বুঝি আর ঘরে থাকা হবে না রে

চাল নেই, ডাল নেই, পকেটে পয়সা নেই

তোদের মতো ব্যাংকে ব্যালান্সও নেই

 

যদি হয় জ্বর-কাশির ছোঁয়াচে অসুখ

হোক তবে

তার চে এই ভালো যে হাটে, মাঠে, পথে খেটে

যা পাই তাই খেয়ে দেয়ে মরি