১. যোগ
কখনওই বিয়োগ শিখতে চাইনি।
যোগ করতে করতে বিয়োগ ভুলতে চাই।
২. বিয়োগ
এতোই চাই যোগ হউক নতুন করে
সময় চলে যায় প্রতিদিন বিয়োগ করে।
৩. গুণ
যোগের সংক্ষিপ্ত নিয়মই গুণ।
অথচ যোগই শেখা হলো না।
৪. ভাগ
ভাগ হতেও চাইনি। ভাগ করতেও চাইনি সময়।
৫. সরল
সকল পাটিগণিতের সূত্র ফেলে তোমাকেও সরল ভাবি।
৬. সুদ
সুদ চাই না। জীবন শুধু শোধবোধ করতে করতে যাওয়া।
৭. পরিশেষ
সকল অঙ্ক ভুল হোক।
শুধু অঙ্কহীন জীবন চাই।
২৪:০২:২০১৯
রাত:০:৫৪ মি
নতুননগর,আগরতলা।