আমি রাখি নি কোনো ক্রুদ্ধতা, রাখি নি কুটিল মগজ
দগ্ধতার গভীরেও রেখেছি স্বস্তির উর্বরতা, চেতনার উন্মেষ
স্বপ্ন শোভনের জীবন্ত চঞ্চলতা, সূর্যোদয়ের অরুণাভ
ক্লান্তিহীন ঝর্ণাজলের শীতলতায় আজও সাফল্য শব্দ গাঁথি
তুমি তাকে ফিরিয়ে দিও না, দিও না বিমূর্ত ভালোবাসাটুকু বিসর্জন
তোমার চৌকাঠের চারদিকে প্রতিটি মুহুর্ত হৃদ্যতার চোখ
চোখের গহীনে দেখো – মর্মার্থ কান্নায় লুকানো ভালোবাসার সত্যতাটুকু
অন্ধ বলিতে দিও না বিসর্জন, ভাগ্যরেখার খানাখন্দ পেরিয়ে
যদি নিতে পারো..নাও..বুকে তুলে নাও..হৃদয়ের দামে।