এইবার শুরু হলো
গণিতের ছড়াটা
এক দুই তিন করে
হয়ে গেল পড়াটা।
এ জগতে চলতে
অংকটা জানা চাই
হিসেবে না পাকা হলে
মাথা ঘোরে সাঁইসাঁই।
দোকানির প্রয়োজন
হিসেবের খাতাটা
জমাখরচ না মিলিলে
ঘুরে যায় মাথাটা
গাড়ি চলে পাখা ঘোরে
হিসেবের অংকে
অংকটা না জানিলে
কে চেনে ঢং কে!
কারখানা কলেতে
রাজনীতি দলেতে
পরীক্ষার ফলেতে
বাজারির থলেতে
কত টাকা ইনকাম
চাল ডাল কত দাম
ধান-পাট কত মণ
হিসেবটা প্রয়োজন।
লেন দেন চালাতে
চুরি করে পালাতে
বাজেটের পাতাতে
হাজিরার খাতাতে
সবখানে লেখা চাই
গুনেগুনে দেখা চাই
হিসেবটা মেলে কি
অংকটা পেলে কি?
বয়সটা হল কত
জন্মে বা ম’লো কত
ছেলে কত মেয়ে কত
কত লোক কাজে রত
বাড়িঘর বানাতে
ইটবালু আনাতে
রেস্তোরায় খাওয়াতে
বিল-বাটা চাওয়াতে
তার টানা গিটারে
ইস্তিরি- হিটারে
ইহকালে পরকালে
জীবনের তালেতালে
এক দুই তিন চার
গণিতের দরকার।