মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ঘৃনা করার অপরাধে

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

ঘৃনা করার অপরাধে - কাব্য রাসেল

তোমাকে ঘৃণা করার অপরাধে

সশ্রম যাবজ্জীবন মেনে নেব

অথবা কোয়ারান্টাইনে কাটাবো জীবন।

 

তোমাকে ঘৃণা করার অপরাধে

অভিমানে লিখবোনা কবিতা

লকডাউনে পোড়াবো আবেগ।

 

তোমাকে ঘৃণা করার অপরাধে

সামাজিক যোগাযোগ মাধ্যমে

ফিরবো না কখনো কোনদিন।

 

তোমাকে ঘৃণা করার অপরাধে

মানুষের থেকে ব্যক্তিগত কিংবা

সামাজিক দূরত্ব কমাবো দ্বিগুণ।

অথবা

হোম লকআপে কাটাবো অনির্দিষ্টকাল।