মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

 চাল চোর

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ ;

খলিল ইমতিয়াজ-এর ছড়া -  চাল চোর

তোর জিব্বায় শুধু লালা ঝরে

তুই মরবি মহা কালাজ্বরে

তুই বড় চাল চোর!

তোর জ্বলে ঐ চকচকে চোখ

তোর চ্যালারাও গিলতেছে ঢোক

তুই ব্যাটা ত্রাণ খোর।

 

তোর কি রে নাই করোনার ভয়

তোর কি রে নাই মরণের ভয়

তুই সাধু ‘কোট’ পরে

ভেবেছিস তুই কিছু হবে নাকো

তোর কিছু ‘বাপ’ খুঁজে ফিরে ফাঁকও

চোর-চ্যালা জোট করে।

 

দুর্যোগ এলেই গদগদ হয়

মনটা তখনই বদ বদ হয়

ত্রাণের গন্ধে ঘোঁৎঘোঁৎ করে নাকও

চিরকাল এই বদমাইশ যত

মানবতাটাকে করে বিক্ষত

শত দুর্যোগেও এরা খোঁজে মৌচাকও।

 

এই লেখাটি #মুগ্ধতা_সাহিত্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। প্রতিযোগিতার নিয়ম জানতে ক্লিক করুন এখানে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *