মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

চিরদিনের গল্প

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

ইমতিয়াজ মাহমুদ

একটি শিশু ট্যাংকের দিকে থুতু ছেটালো

দুইটি শিশু ট্যাংকের দিকে থুতু ছেটালো

তিনটি শিশু ট্যাংকের দিকে থুতু ছেটালো

তাদের থামাতে সংসদে আইন করা হলো,

কোন শিশু ট্যাংকে থুতু ফেলতে পারবে না।

শুনে…শিশুরা…খুব…মন…খারাপ করলো,

তারপর সংবিধানের দিকে থুতু ছেটালো।