মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

চুমু এবং অন্যান্য

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

আহমেদ অরণ্য

চলো মানুষ থেকে পালিয়ে প্রেম করি

অদৃশ্য হয়েই না হয় আকাশে উড়বো,

গাছের এক কোণায় বাসা বাঁধবো,

চুমু খেয়ে হাসাহাসি করে আনন্দ ছুঁড়বো,মানুষকে!

না হয় চলো  মাছ হয়ে যাই!

শুনেছি ওরাও স্বপ্ন দেখে-  প্রেম করে, চুমু খায় প্রকাশ্যে!

না হয় চলো শিশির হয়ে যাই,

সূর্য স্নানেই না হয় আমাদের অদৃশ্য হবার কৌশল লুকানো থাকবে?

আচ্ছা, যদি- প্ল্যানচেটের ভূমিকায় মৃত কবিদের ডাকি,

তাদের সাথে চা কফির এক ফাঁকে প্রকাশ্যে চুমু খাবার একটা অনুমতি চেয়ে,

 চলো- বেরিয়ে পড়ি পথে!  আন্দোলনে।. ..

তুমি চাইলে-

চলো, এপিটাফ হয়ে যাই অরণ্যের.  ..

যার পাঠ  মুগ্ধতায় জাতীয় সঙ্গীতের বদলে,

রাষ্ট্র!  চুমুকেই  প্রকাশ্য হবার অধিকার দেবে।

না হয় চলো, আবার মানুষ হবার অভিনয় ছেড়ে, মানুষ হবার  চেষ্টায় মাতি?