মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ছিনাল ঠোঁট

আনোয়ার হোসেন আকাশ

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

ছিনাল ঠোঁট

তোমার চোখের চতুর্দিক ঘুরে

এইমাত্র ফিরলাম।

সেখানে কুয়াশা সময় ক্রমে বাড়িয়ে তোলে

জীবনের অন্ধকার।

সেখানে কামাতুর ঠোঁট আগুন খেয়ে খেয়ে

কালো করেছে চুম্বনকাল।

দেখো,

পড়শি ছাদে পত পত উড়ছে ভেজা শাড়ি,

যদি রং দেখে চিনতে পারো সে কেমন নারী।

তবে, শীতের পর বসন্ত আসবেই।