তোমার চোখের চতুর্দিক ঘুরে
এইমাত্র ফিরলাম।
সেখানে কুয়াশা সময় ক্রমে বাড়িয়ে তোলে
জীবনের অন্ধকার।
সেখানে কামাতুর ঠোঁট আগুন খেয়ে খেয়ে
কালো করেছে চুম্বনকাল।
দেখো,
পড়শি ছাদে পত পত উড়ছে ভেজা শাড়ি,
যদি রং দেখে চিনতে পারো সে কেমন নারী।
তবে, শীতের পর বসন্ত আসবেই।