মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ছড়া পত্রিকা ছররা’র মোড়ক উন্মোচন

মুগ্ধতা.কম

১৬ মার্চ, ২০২০ , ১১:৫৩ পূর্বাহ্ণ ;

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শতবর্ষ উপলক্ষে রংপুরে ছড়া সাহিত্য বিষয়ক প্রকাশনা ছররা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে ছররা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাহিত্যের কাগজ মৌচাকের প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল, ইতিহাস সম্মিলন রংপুরের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মোঃ রফিক হাসনাইন, অ্যাডভোকেট শামীমা আক্তার শিরিন, শিল্পপতি ও সমাজসেবক রবিউল ইসলাম রবি। সভাপতিত্ব করেন ছররা’র সম্পাদক এস এম খলিল বাবু। স্বাগত বক্তব্য রাখেন ছররা’র সহকারী সম্পাদক ডাঃ ফেরদৌস রহমান পলাশ। বক্তব্য দেন ছড়া সংসদ রংপুর এর সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাহিত্য সম্পাদক রানাা, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, হাই হাফিজ, এটিএম মোর্শেদ, অভিযাত্রিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, এস এম শহিদুল ইসলাম, এস এ অপু, বিলকিস, শ্রাবন বাঙ্গালী, বিমলেন্দু রায়। সঞ্চালনা করেন সোহানুর রহমান শাহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছররা প্রকাশনার ২০ বছরে ছড়া ও ছড়া সাহিত্যে বিশেষ অবদান রেখে চলেছে। প্রকাশনাটির ধারাবাহিকতায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *