দুঃখ প্রকাশ ও বিশেষ আয়োজনের ঘোষণা: কারিগরি ত্রুটির কারণে তিন দিন পরে প্রকাশিত হলো বিশেষ এই আয়োজন। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া-
১. আগামী শনিবার ‘শনিবারের চিঠি’ এবং পরদিন রবিবার স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশেষ সংখ্যা ‘দেশের কবিতা’ প্রকাশিত হবে।
২. স্বাধীনতা দিবসে ‘দেশের কবিতা’ সংখ্যার জন্য আপনার পছন্দের দেশপ্রেমের কবিতা/ ছড়াটি পাঠিয়ে দিন নিচের মেইলগুলোতে।
৩. এছাড়া পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন পাঠকদের রমজান ও সিয়াম সাধনার অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হবে ‘আমাদের রমজান’। এখন থেকে লিখতে বসে পড়ুন! একজন পাঠক বা লেখক একাধিক লেখা দিতে পারবেন। সবার জন্য ভালোবাসা।
বিশেষ সংখ্যা সম্পাদনা: মুস্তাফিজ রহমান, অলংকরণ: রেদওয়ান শুভ
ছড়া, কবিতা, গল্প, ভ্রমণগল্প, মুগ্ধতা নিয়ে আপনার প্রত্যাশা ও পরামর্শ লিখতে পারেন নিচের মেইল ঠিকানায়।
mojnurangpur@gmail.com (সম্পাদক)
ahmedaranno16@gmail.com (সহযোগী সম্পাদক)
দুঃখ প্রকাশ ও বিশেষ আয়োজনের ঘোষণা: কারিগরি ত্রুটির কারণে তিন দিন পরে প্রকাশিত হলো বিশেষ এই আয়োজন। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া-
১. আগামী শনিবার ‘শনিবারের চিঠি’ এবং পরদিন রবিবার স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশেষ সংখ্যা ‘দেশের কবিতা’ প্রকাশিত হবে।
২. স্বাধীনতা দিবসে ‘দেশের কবিতা’ সংখ্যার জন্য আপনার পছন্দের দেশপ্রেমের কবিতা/ ছড়াটি পাঠিয়ে দিন নিচের মেইলগুলোতে।
৩. এছাড়া পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন পাঠকদের রমজান ও সিয়াম সাধনার অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হবে ‘আমাদের রমজান’। এখন থেকে লিখতে বসে পড়ুন! একজন পাঠক বা লেখক একাধিক লেখা দিতে পারবেন। সবার জন্য ভালোবাসা।
বিশেষ সংখ্যা সম্পাদনা: মুস্তাফিজ রহমান, অলংকরণ: রেদওয়ান শুভ
ছড়া, কবিতা, গল্প, ভ্রমণগল্প, মুগ্ধতা নিয়ে আপনার প্রত্যাশা ও পরামর্শ লিখতে পারেন নিচের মেইল ঠিকানায়।
mojnurangpur@gmail.com (সম্পাদক)
ahmedaranno16@gmail.com (সহযোগী সম্পাদক)