মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

জানে সেটা সেই জনে

মতিয়ার রহমান

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৭:২৬ অপরাহ্ণ

জানে সেটা সেই জনে - মতিয়ার রহমান

কিশোর বেলার বাউণ্ডুলে ভাব

মনটা ছিল উড়ন্ত,

বাবার শাসন উপেক্ষা সব

কাটতো সময় দুরন্ত।

ঘরে ফেরার সময়টা যে

ছিল মায়ের খেয়ালে,

বুঝত রাতে হাত রেখেছি

কখন ঘরের দেয়ালে?

বাবার চোখে ফাঁকি দিয়ে

বের হতো মা ঘর থেকে,

খাবার দিতো আমার ঘরে

পারতো আমায় ধরতে কে?

আজ ওরা  নেই-কিন্তু আছে

আদর,শাসন এই মনে,

হারিয়ে তাদের কষ্ট কত

জানে সেটা সেই জনে!