সমস্ত দুঃখ আমাকে ফেলেছে চিনে-
তবু আমি রোজ- দুঃখের হাটে যাই,
নতুন দুঃখ পেলে কিংবা পুরাতন দুঃখ
কিনে অথবা- মরিচা পালিশ করে
তারপর- বাড়ি ফিরি ভারাক্রান্ত মনে।
পাহাড় সমপরিমাণ দুঃখ গুলো
বিরাজমান আমার আত্মার মধ্যে-
তবুও ভাবি- একটা মানুষের জীবন
কতটুকু দুঃখ পেলে পরিপূর্ণ হয়?
হৃদয়ে জমা দুঃখ
ক্রমশ জমে জমে দ্বিগুণ হচ্ছে।
মাঠের মতো প্রসস্থ,
আর বৃক্ষের মতো ডালপালা ছড়িয়ে
সমস্ত দুঃখেরা আমাকে- গিলে খাচ্ছে।
আমি তবু তাদের থাকতে দেই হৃদয়ে-
যত্ন করি, সোহাগ করি। শুধু রাত হলে,
জেগে তুলি আমার ভেতরে সকল দুঃখদের।
তুমি আমাকে ছেড়ে যাবার পর
পৃথিবীর সমস্ত দুঃখ,
আমার ভেতর গড়েছে দুঃখ ঘর।
মরা দুঃখরা হয়েছে জীবিত
শাদা শিউলির মতো সকাল সন্ধে ফোটে।
আর আকাশ হয়ে, আমার চোখে
জল ঝরায়- তোমাকে হারানো দুঃখেরা।
দুঃখ আছে
আমার
দুঃখ আছে
তোমার।
পৃ
থি
বীর
প্রতিটি মানুষের মনে দুঃখ আছে।
তবু প্রতিটি মানুষ, দুঃখের আড়ালে সুখের অভিনয় করে।