মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

জয়া

রবীন জাকারিয়া

১৮ এপ্রিল, ২০২১ , ১:৪২ পূর্বাহ্ণ

জয়া - রবীন জাকারিয়া

আমায় যখন বললে ডেকে

আর এসো না তুমি

পা দু’টো মোর গেল বেঁকে

দুললো নীচের ভূমি

তোমায় পাওয়ার আশাচ্ছলে

কাটতো নিঝুম রাত

সবাই এখন কথাচ্ছলে

করছে কুপোকাত

এই তুমি কি সেই তুমি

নেইকো কোন দয়া

ভালবেসে দিয়ে চুমি

নাম দিয়েছি জয়া৷.

 

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)