চুল হারানোর ভয় করিনা
টাকলু মাথার বড়াই৷
গুন্ডা ষন্ডা ভাবের জন্য
সবাই তারে ডরাই!
ওটাও একটা মাথা বটে
নয়তো সেটা মানুষ!
যতই করুক লম্ফঝম্প
আসলে সেটা ফানুস!
মাথাটা তার হয় শীতল
পানির ভেতর ডোবাইলে!
পরিশেষে জানলো সবাই
গোপন কথা মোবাইলে৷
চ্যালেঞ্জটা তার ওপেন ছিল
পারলে ছিঁড়িস চুল?
দিনের শেষে টাকলু ভাই
করলো মস্ত ভুল!
হ্যাচকা টানে ছিঁড়লো সবই
তরুন উর্দুভাষী৷
ওরাতো আর চুল বলে না
বললো দিয়ে হাসি৷
(লেখক কর্তৃক আপলোডকৃত। অসম্পাদিত)