রঙের পেয়ালা হাতের মুঠোয় আগলে রেখেছি
আগলে রেখেছি আকাশ বাতাস আঁচড়ের টান মনালাপে ক্ষণ গণনার কাল কথন রোদন আর তুমি
হলুদ বাতাসে ছড়িয়ে পড়ছে নীলাচল আর আমি
টান টান করে টানছে কী সেই ছোট্ট বেলার দিনলিপি
কে তুমি খেলছো আমার ভেতরে লুকোচুরি খেলা
.
তুলির ডগায় ফুটে আছে ফুল
টানের দোলায় দুলছে দোদুল
একটা সময় কতো আর হয়
সময় ফুরোয় পাখি উড়ে যায়
গানের জলসা সুর লিখে ধায়
সুরের দোলায় জোছনা হারায়
.
পিছুটান থাকে তবুও তো আঁকে ওভাবেই বাঁকে
আঁকাবাঁকা পথ এলোমেলো দিন তবু্ও স্বাধীন
তোমাতে আমাতে জড়াতে গড়াতে শুরু হয় পাঠ
তুলির বুলিতে চোখে চায় হিয়া ওগো মরমিয়া
তারপর থাকে কিছু দুধেভাতে হিসেবের ফের আর
এক চিলতেই ছোট্ট আকাশ
.
কী ছবি আঁকলে কবি রবি ছবি
ক্যানভাস জুড়ে শিল্পের বাসা
বসন্ত দিনে পেলো ভালোবাসা দেখা হলো শেখা
সবটুকু রেখা বরাবর চলে তুলির আঁচড়ে রঙ শুধু সেই
সাদা ছবি আঁকে