মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

টিসিবি’র গান ২

জাকির সোহান 

৪ এপ্রিল, ২০২২ , ১১:১৭ পূর্বাহ্ণ

টিসিবি'র গান ২

ইতিউতি চাইয়া দেখি

কেউ তো দেখে নাই

ইগোটাকে খেদিয়ে দেবার

করছি তুমুল  ট্রাই!

 

দোকানি দেয় বাকি বলে

লাইনে দাঁড়াই নাই

বন্ধ হলে বাকি তখন

উপায় জানেন ভাই?

 

বন্ধ হওয়ার আগে বাকি

করছি রেকি লাইন

জীবন তো আর মানে না ভাই

ইগো-টিগোর আইন!

 

ট্রিপল নাইনে কল দিয়ে ভাই

পেলে ওদের সেবা

উপকৃত হবে মিসকিন

গরীব যত বৃদ্ধ-যুবা!