টাকায় বাড়ে টাকা
নাকাল জনতা
অসহায়ত্বের সুযোগে
গর্বে হাসে নেতা।
মতিয়ুর নাই
কাকে ডাকবি ডাক
ওই দেখরে
আইচে টিসিবি’র ট্রাক!!
টিসিবি’র জন্য
কত স্বপ্ন কত সাধনা
টিসিবি’র জন্য
পদ্মা মেঘনা যমুনা!!
টিসিবি’র দীর্ঘায়ু
খোদার কাছে প্রার্থনা
মানো আর না মানো
টিসিবি
দুঃসময়ের স্বান্ত্বনা!!
টিসিবি’র ড্রাইভার
আরামে ঘুমাও
আকালের আতঙ্কে
সবে
লাইনে দাড়াও!!
কোটিপতি নই,গাড়ি-বাড়ি নাই
খেটে খাওয়া মানুষ
আমি ছাপোষা কেরানি
আর কিছু নয়-টিসিবি চাই!!