মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ঠুনকো জীবন

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

৩ জুলাই, ২০২০ , ১১:১৯ পূর্বাহ্ণ

শ’ খানেক পিঁপড়া করছে উৎসব

একটা মৃত তেলাপোকার লাশ নিয়ে,

অথচ একটু আগেও চুমু খেয়েছিলো

ঘুমন্ত গৃহিণীর নরম আঙুলে।

 

জীবন এরকমই, অনিশ্চয়তার

যদি ডাক চলে আসে, অসীম বিধাতার।

তবুও ভালোবাসি বার্ধ্যকের মরণে

কী লাভ তার,এই ক্ষণস্থায়ী জীবনে।

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
Latest posts by মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ (see all)