মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তবুও থাকি তবুও বাঁচি

মুগ্ধতা.কম

১০ আগস্ট, ২০২০ , ৯:৫১ অপরাহ্ণ

তাসমিন আফরোজের কবিতা - তবুও থাকি তবুও বাঁচি

যেভাবে যায় চলে দিন যায় অকপটে –

যেভাবে কথা হয় জনশূণ্য

ঘাসের মাঠে,

যেভাবে পথে পথে হাঁটে ফেরিওয়ালা-

বড় ভয়

বড় ভয়

তোলপাড় করে বুক

পথ তো জানেই হোঁচট খেতে

হয়

লেজ ঝোলা দোয়েলের শিসও ময়-

না দেখা চোখ দেখে

পাথরের চিবুকে জমাট বেঁধে রাখে অনামী

শ্যাওলা

বৃষ্টি নামুক

বৃষ্টি নামুক

যেভাবে নিঃশব্দে শোকের

কথারা থাকে

যেভাবে জ্বরের কর্ষণ কপাট খোলা রাখে

যেভাবে দুরত্ব বেড়ে গেছে মনের আঁকেবাঁকে

মুষড়ে পড়ি

মুষড়ে পড়ি

কতোটা নিয়ে গেলে প্রাণ শুদ্ধতা ফিরে আসে-

কতোটা হাওয়ার বেগ নির্বিকার ভালোবাসে-

কতোটা কঠিন তত্ত্বে স্বাভাবিক জীবন মেশে-

 

সেভাবেই আয়োজনে ভাঙা হোক অসুখের বাড়ি,

সেভাবেই ঔষধি বৃষ্টি তে

ভিজি যতোটা পারি-

চলে যাক দূরে

চলে যাক দূরে

সব প্রচেষ্টা ডুবে গেছে অতল সমুদ্রে

কপালে ভাঁজ পড়েছে

অঢেল শূণ্যতারই

তবুও বাঁচি

তবুও বাঁচি

যেভাবে হিমালয় চুড়োতে ওরে দেশীয় পতাকা

যেভাবে জলের গানে থাকে

বকুল কথকতা

যেভাবে সিগন্যালে সবুজ অপেক্ষা –

 

আর কিছুটা সময় যাক মতান্তরেই

প্রহর গুনি

প্রহর গুনি

ন্যায্য দামে খোলা শ্বাস নেবারই

কিনে নেই সবকটা স্বপ্নের অধিকারই…