মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তরুণ তুর্কি – তানভির তাকি

মুগ্ধতা.কম

৩১ জুলাই, ২০২১ , ১০:০৯ অপরাহ্ণ ;

তরুণ তুর্কি - তানভির তাকি

এই প্রতিভাবান তরুণ তুর্কির জন্ম 24শে মার্চ ১৯৯৯ সালে রংপুর জেলার বৈরাগীগঞ্জে। বাবা হাজি মিজানুর রহমান একজন ব‍্যবসায়ী, মা নাজমা আক্তার একজন গৃহিণী। প্রথম লেখা প্রকাশিত হয় মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ সম্পাদিত  তারুণের পদাবলিতে।

‘তরুণ তুর্কি’ তে আজ প্রকাশিত হচ্ছে তানভির তাকি এর পছন্দ-অপছন্দের বিষয়গুলো।

প্রিয় বই: ১০০জন মনীষীর জীবনী

প্রিয় লেখক: কাজী নজরুল ইসলাম

প্রিয় খাবার: কলিজা ভুনার সাথে আলুর ভর্তা।

প্রিয় মানুষ: মা।

আদর্শ মানুষ: হযরত মুহাম্মদ ( সাঃ)

প্রিয় স্থান: রংপুর জিলা স্কুল, মাঠ।

প্রিয় মুহূর্ত: রোজ নামাজের পর মোনাজাতে মা যখন আমার জন্য কাঁদে।

প্রিয় কবিতা: কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা

প্রিয় বাক্য/উক্তি: আমরা সবাই পাপী আপন পাপের বাটখারা দিয়ে অন‍্যের পাপ মাপি!

যেমন মানুষ হতে চাই: আমার বাবার মত। আমার বাবার মতো অসম্ভব  মাতৃভক্ত এবং  পিতার অনুগত ,সৎ, সাহসী এবং পরোপকারী

যে বিষয়টি পীড়া দেয়: অর্থনৈতিক অসমতা।

আগামীর পরিকল্পনা: আল্লাহ যদি চায় তবে পথশিশুদের পাশে দাঁড়ানো এবং অত্যাচারিত মানুষদের অধিকার নিয়ে কথা বলা ইন শা আল্লাহ।

নিজের লেখা বাছাইকৃত একটি কবিতাঃ

অ‍্যাবসার্ত চিন্তারা

টম ক্রুজকে কুৎসিত লাগে ! মদের পাত্রগুলো মৃত্যু খোঁজে এলভিস প্রিসলির বলে!

অতঃপর

জ্যাকসনের স্টেপগুলো ভুল হয়! বব মার্লেকে বেসুরে লাগে! বব ডিলানের গান চেতনাহীন হয়!

সম্রাট পুত্র সেলিম বাবা আকবরের দন্ড প্রাপ্ত হয়!ইরানী বাইজী আনারকলির টসটসে গাল শুকিয়ে যায়!

রোমিও আত্মহুতি দেওয়ার আগে আর একবার

কষ্ট পায়!

ক্লিওপেট্রার মৃত্যুর সংবাদ অ্যান্টোনির  জয়ী সত্তাকে পরাজিত বানায়!

বিশ্বাসঘাতকের জয়ে সত্যের হয় পরাজয়!

নেপোলিয়নের ছয় বছরের বড়ো জোসেফাইন এর প্রেমও সাক্ষী হয় ক্ষমতার চূড়াও শূন্যে মিশিয়ে যায়!

 

অস্ত্রগুলোকে খেয়ে ফেলে মানুষ!

মানুষের আঘাতে ক্ষত বিক্ষত বোমা!

চাঁদের কলঙ্কের কল্পনা বাস্তবিক রুপ পায়!

মানুষগুলো পশু হতে হতে সমকামিতা বৈধতা পায়!

কাছের মানুষগুলো দূরে যায়! দূরের মানুষগুলো কাছে আসে!ভালোবাসা বিষাদ হয়, প্রেমিকার আর্শীবাদ অভিশাপ হয়!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *