মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তরুণ তুর্কি: ১৫ নবীনের কবিতা

মুগ্ধতা.কম

২০ জুন, ২০২০ , ১১:৩২ অপরাহ্ণ ;

তরুণ তুর্কি, ১৫ নবীনের কবিতা

আহসান গালিবের কবিতা

বলদা কাব্য

নাচতে না জানলে উঠান ব্যাঁকা।

আমি নাচ জানি তবুও আমার উঠান ব্যাঁকা।

ব্যাঁকা উঠানেই নাচি। মাইনষে তালি দেয়। পিঠে, গালে।

কেঁচো সংকট,

পুকুরে ছিপ ফালায়া পানিতে নাইমা মাছ ধরি।

টোপ গেলার আগেই খপাৎ।

একটু চালাক না হইলে দুনিয়ায় টিইকা থাকা মুশকিল।

বন্ধুর  বাচ্চা হইছে। প্রেমিকারে গিয়া কইলাম বাচ্চার নাকটা আমার মতো। সে আমারে যা মনে কয় তাই কইয়া গালি দিয়া চইলা গেলো!

ভালা মাইনষের কদর নাই।

এই দুঃখে স্বপ্নারে চিঠি দিলাম। তার জামাই উত্তর পাঠাইছে, ‘কুত্তার বাচ্চা, স্বপ্নারে ভুইলা যা।’

অথচ আমি তারে মনেই রাখি নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *