মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তরুণ তুর্কি ৩

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

১০ এপ্রিল, ২০২১ , ১০:৪১ অপরাহ্ণ

তরুণ তুর্কি

এই প্রতিভাবান তরুণ তুর্কির জন্ম ১০ ডিসেম্বর ১৯৯২ খ্রিষ্টাব্দে। রংপুরেই জন্ম তার। গ্রামঃ ধর্মদাস লক্ষ্মণ পাড়া, থানাঃ তাজহাট । বাবা মো.আশরাফুল বারী একজন কৃষিজীবী। মা মোছা: সেলিনা বেগম গৃহিণী।

প্রথম লেখা প্রকাশ হয় দৈনিক যুগের আলোয় ২০১১ এ। এরপর দেশের সবকটি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তার ছড়া নিয়মিত প্রকাশিত হয়ে আসছে

‘তরুণ তুর্কি’ তে আজ প্রকাশিত হচ্ছে এম এস মুরছালিন আয়াস এর পছন্দ-অপছন্দের বিষয়গুলো।

প্রিয় বই: যে জলে আগুন জ্বলে, হেলাল হাফিজ

প্রিয় লেখক: আল মাহমুদ

প্রিয় খাবার: বিরিয়ানি

প্রিয় মানুষ: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

আদর্শ মানুষ: হযরত মুহাম্মাদ (সাঃ)

প্রিয় স্থান: টাউন হল চত্বর,

রংপুর প্রিয় মুহূর্ত: সাহিত্য আড্ডা

প্রিয় কবিতা: বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম

প্রিয় বাক্য/উক্তি: গরীব হয়ে জন্ম নেয়া দোষের নয় বরং গরীব হয়ে মৃত্যু গ্রহণ করা দোষের : বিল গেটস

যেমন মানুষ হতে চাই: পরোপকারী

যে বিষয়টি পীড়া দেয়: কিছু ভুল এখনও পীড়া দেয় আগামিতেও দিবে

আগামীর পরিকল্পনা: কাউকে নয় নিজের সীমানা ছাড়িয়ে যেতে চাই

নিজের লেখা বাছাইকৃত একটি ছড়া:

খুকির বিড়াল ছানা

ইঁদুর দেখে ঘাপটি মেরে

লেজ ধরে দেয় টানা।

খায় যে মাছের কাঁটা

দুষ্টু খুকি মিশিয়ে দিল

মরিচ পেঁয়াজ বাটা।

অমনি পেয়ে ঝাঁল

ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে

চোখ করে সে লাল।

 

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
Latest posts by মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ (see all)