মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তাকিয়ে থাকা যায় না

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

মজনুর রহমানের কবিতা

বিকেলজুড়ে অনেক আলো

তাকিয়ে থাকা যায় না

ঘরের ভেতর ভাঙছে জানি

কাদের বাড়ির আয়না।

দেয়ালজুড়ে কাকের বাসা

ভেঙচি কেটে বলছে

ঘরে ঘরে আয়না ভাঙে

তবুও বিকেল জ্বলছে।

জ্বলছে জ্বলুক অবুঝ আকাশ

ভাঙছে ভাঙুক আয়না

ঘরের ভেতর এত্তো ভাঙন

তাকিয়ে থাকে যায় না।