আমি দুঃখ ভুলতে চাইলে-
একরাশ তোমার স্মৃতি ঝাপটে ধরে আমায়,
আমি না পারি দুঃখ ভুলতে,না পারি তোমায়।
থাক তবে কিছু গোপনীয়-
সব জেনে গেলে হয়ে যাবো ব্যক্তিত্ব শূন্য,
তখন যদি আবার ব্যক্তিত্বহীন পছন্দ না-হয়?
যদি দূরে ঠেলে দাও?
আমি আজও বারান্দায় এসে
তোমার পথ চেয়ে থাকি,
এই বুঝি অভিমান ভাঙলো,
এই বুঝি আসলে,ভালোবাসলে!