মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তুমি ভুলে যাও

মিকদাদ মুগ্ধ

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

মিকদাদ মুগ্ধর কবিতা - তুমি ভুলে যাও

ভুলে যাও,

তোমার আমার ভালোবাসা আছে,

ভুলে যাও,

তোমাকে বড্ড মনে পরে,

ভুলে যাও,

তোমার ওষ্ঠে আমার ঠোঁটের ছোঁয়া আছে।

ভুলে যাও,

তোমাকে ছাড়া রক্তগুলো হৃদয় স্পর্শ করতে দ্বিধান্বিত বোধ করে।

ভুলে যাও,

ওই আকাশে তুমি ছাড়া উড়তে পারি না আমি।

ভুলে যাও,

তোমার কথায় উত্তপ্ত মরুভূমি পাড়ি দিতে পারি আমি।

ভুলে যাও,

তোমাকে একবার, একটিবার দেখার জন্য তপ্ত দুপুরে

তোমার সুউচ্চ বাড়ির সামনে অপেক্ষা করতে পারি।

 

আমার ভিতরের কালবৈশাখী ঝড় তোমাকে দেখাবো না,

আমার ভিতরের হাজারো বর্ষা রাতে তোমাকে ভিজতে দেবো না।

আমার ভিতরের শূন্যতা, অপরিপূর্ণতা তোমাকে বোঝাবো না।

আমার ভিতরের বিষাদ গুলো তোমার আকাশে উড়তে দেবো না।

প্রশ্ন করবে না, জানতে চাইবে না আমার কথা,

তুমি সুখে থাকো,পৃথিবীর সব সুখ তোমার হোক।

তুমি এসব কখনো জানতে চেও না প্রিয়,

তোমার যত দুঃখ আছে,আমায় দিয়ে দিও!

 

আমি ভুলে গেলাম কি গেলাম না

তোমার অজানা থাকুক,

সব ভুলে যেও,শুধু মনে রেখো

তুমি আমার প্রিয়তম অসুখ..!

 

মিকদাদ মুগ্ধ
Latest posts by মিকদাদ মুগ্ধ (see all)