তুমি আমার?
একলা একা সন্ধ্যাকাশে,
একফালি চাঁদ-
ভ্যাপসা রোদে খুব গরমে,
বৃষ্টি অবাধ।
তুমি আমার?
শিশির ভেজা শীত সকালে,
একমুঠো রোদ-
মন গহীনে প্রথম প্রেমের,
সেই প্রিয় বোধ।
তুমি আমার?
কথায় কথায় ঝগড়া করা,
মান অভিমান –
মন আকাশে প্রেম ঘুড়িটার,
সুঁতোরই টান।
তুমি আমার?
দু’কপোলে লেগে থাকা,
কান্নারই দাগ-
অশ্রু মুছে মিষ্টি প্রেমের,
রাগ-অনুরাগ।