মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তুমি

ফজলে রাব্বী

২৭ জুন, ২০২১ , ১০:২৬ অপরাহ্ণ

কবিতা - তুমি - ফজলে রাব্বী 

তুমি আমার?

একলা একা সন্ধ্যাকাশে,

একফালি চাঁদ-

ভ্যাপসা রোদে খুব গরমে,

বৃষ্টি অবাধ।

তুমি আমার?

শিশির ভেজা শীত সকালে,

একমুঠো রোদ-

মন গহীনে প্রথম প্রেমের,

সেই প্রিয় বোধ।

তুমি আমার?

কথায় কথায় ঝগড়া করা,

মান অভিমান –

মন আকাশে প্রেম ঘুড়িটার,

সুঁতোরই টান।

তুমি আমার?

দু’কপোলে লেগে থাকা,

কান্নারই দাগ-

অশ্রু মুছে মিষ্টি প্রেমের,

রাগ-অনুরাগ।

 

ফজলে রাব্বী
Latest posts by ফজলে রাব্বী (see all)