মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তুমি 

আকাশ আহমেদ

১ জুলাই, ২০২০ , ১০:০০ অপরাহ্ণ

আকাশ আহমেদের কবিতা-তুমি

আমি ক্লান্তিহীন পাখি হয়ে

উড়বো হাজার কোটি বছর,

আমি নিদ্রাহীন রাত্রি কাটাবো

থেকে তোমার মাঝে বিভোর।

আমি এক মুঠো আলো হয়ে

তোমার আঁধার কাটিয়ে দিবো,

এক জীবনে ভালোবেসে, হাজার জীবন ভরে নিবো।

জোৎস্না রাতে আকাশ যখন ডাকবে বাহিরে,

হাতটি তোমার ধরে হাঁটবো শেষ সীমানার নীড়ে।

একটু যদি ইচ্ছে হয় ছুঁয়ে দেখবে মেঘ,

মেঘের উপর গড়বো বসতি রুখবো গতিবেগ।

হিমেল হাওয়ায় মনে পড়ে যদি হারানো দিনের গান,

তোমায় নিয়ে হারাবো তবে, খুঁজিতে হারানো অভিধান।

চোখের পলক ফেলবো না আর দেখিবো মন ভরে,

ভালোবাসায় ভাসাবো তোমায় অনন্ত কাল ধরে!

 

আকাশ আহমেদ
Latest posts by আকাশ আহমেদ (see all)