আমি ক্লান্তিহীন পাখি হয়ে
উড়বো হাজার কোটি বছর,
আমি নিদ্রাহীন রাত্রি কাটাবো
থেকে তোমার মাঝে বিভোর।
আমি এক মুঠো আলো হয়ে
তোমার আঁধার কাটিয়ে দিবো,
এক জীবনে ভালোবেসে, হাজার জীবন ভরে নিবো।
জোৎস্না রাতে আকাশ যখন ডাকবে বাহিরে,
হাতটি তোমার ধরে হাঁটবো শেষ সীমানার নীড়ে।
একটু যদি ইচ্ছে হয় ছুঁয়ে দেখবে মেঘ,
মেঘের উপর গড়বো বসতি রুখবো গতিবেগ।
হিমেল হাওয়ায় মনে পড়ে যদি হারানো দিনের গান,
তোমায় নিয়ে হারাবো তবে, খুঁজিতে হারানো অভিধান।
চোখের পলক ফেলবো না আর দেখিবো মন ভরে,
ভালোবাসায় ভাসাবো তোমায় অনন্ত কাল ধরে!