মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তৃতীয় চোখ: আহসান লাবিব

আহসান লাবিব

১৭ জুন, ২০২১ , ১২:২৯ অপরাহ্ণ ;

চায়ের কাপ ধরার হাত না পেলে টুটি চেপে ধরে চুমু দেও।

🔳
সঙ্গ’টা ছেঁটে ফেলে দেখি বিশ্বাসের ধারে দোষ টা এখনও আছে।

🔳
দুই প্যাডেলে ভর দিলে এগিয়ে যায় তিন চাকার উপর নির্ভর করা এক হাঁড়ি ভাত।

🔳
রক্ত দেওয়ার পর দেখা গেলো হিন্দুর শরীরে দ্রুত গতিতে দৌড়াচ্ছে মুসলমানের বিশ্বাস।

🔳
পানিতে জল, জলে পানি মিশিয়ে বুঝতে পারলাম কোনো পার্থক্য নেই। রক্তের রং লাল!

🔳
মাহবুব মামা কেতলির কলার ধরলেই নল্লি
দিয়ে বেরিয়ে আসতো টাউন হল

🔳
ডিপ ফ্রিজে তুলে রাখা চোখ ভর্তি আষাঢ় শ্রাবণ নিদর্শন হয়ে থাকুক।

🔳
চিপস’র প্যাকেটে দম বন্ধ হয়ে আসা আলুর গোরস্থান মানুষের পাকস্থলীতে।

🔳
কি সুন্দর সোজা রাস্তা’টা বাঁক খেয়ে গেলো বেপর্দা শাড়ির কোমড়ে।

🔳
কাফনের পাশ দিয়ে হেঁটে যাওয়া সিঁদুর কৌটো মুখ থুবড়ে পড়ে যায়।

🔳
সঙ সেঁজে ঠাকুরের(রাজা) পিঠে চাবুক মেরে বিধান তৈরী করার নীতি চাকরের।

🔳
হে বিত্তশালী ভগবান তোমার কাচির মুখে জিভ দিয়েছি তবুও জবান দেইনি।

🔳
রাত কাটলেই ভোর এসে ধাক্কা দেয়; “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”।

🔳
সাদা পাতায় রক্ত লাল টিপ এঁকে দিলে আমি দেখতে পারি তোর থুতনির তিল।

🔳
আমি এক আলিফ টানতে গেলেই তোমাকে কবুল বলে ফেলে অন্যকেউ।

🔳
শীতের সেলাই মেশিনে কুয়াশার পর্দা সেলাই করা হচ্ছে।

🔳
পশ্চিমে মুখ করে আমি পূর্বের খবর জানি না।

🔳
গরম সিঙ্গারার পাশে ঘেমে যাওয়া ঠান্ডা পানির গ্লাস।

আহসান লাবিব
Latest posts by আহসান লাবিব (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *