মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তে কুয়েরেমোস মুচা আর্হেন্টিনা

অনিরুদ্ধ সরকার প্রথম

১৮ ডিসেম্বর, ২০২২ , ৭:৪২ অপরাহ্ণ

তে কুয়েরেমোস মুচা আর্হেন্টিনা - খেলা - Argentina - আর্জেন্টিনা

ওয়ার্ল্ড কাপে উইনারদের চারশো কোটি আর রানার্স আপদের তিনশো কোটি টাকা দিয়ে সম্মানিত করা হয়।

যারা ম্যাচটা জিতে যায় ওরা সোনার হরিনের মত ট্রফিটা ছুঁয়ে দেখে,চুমু খায়।

আর পুরো পৃথিবী সেদিন নিজের বুক কেটে দুইভাগ করে নেয়।একভাগ আতশবাজি পোড়ায়,আবির ওড়ায়।আরেকভাগ কাঁদে অথবা পাথরের মত শক্ত হয়ে যায়।

এই দুইভাগেরই একটা কমন ব্যাপার আছে। দুইভাগই নিজেদের ঘুম,কাজ,টাকা বিসর্জন দিতেও দুইবার ভাবে না।কি এক অদ্ভুত পাগলামি হাজার মাইল দুরের সাত সমুদ্রের ওই পারের দেশের জন্য।কি এক ক্ষ্যাপাটেপনা একটা পতাকা কিংবা একটা রঙিন জার্সির জন্য।

প্রিয় লাতিনের বাতিঘর,বিপ্লবী চে’র আর্জেন্টিনা,

আমরা চারশোকোটি কিংবা তিনশোকোটির এক টাকাও চাই না। আমরা সোনার কাপড়ে মোড়ানো ট্রফিটায় চোখ বন্ধ করে চুমু খেয়ে আদর করতেও চাই না।আমরা বরং একটা নির্ঘুম রাত,প্রার্থনা,উৎকন্ঠা,সাহস সব মিশিয়ে কিছু একটা তোমাকে দেই।যেটার প্রলেপে লাগানো থাকবে আমাদের ভালবাসা।যেটা আমরা শুধু তোমার জন্য জমাই।

আমরা অপেক্ষা করবো শুধু তোমার জন্য,আমরা চির উন্নত মম শীর স্টাইলে তোমাকে সামনে রেখে জিতে ফিরবো।

আমরা তোমাকে ভালবাসি আর্জেন্টিনা।

তে কুয়েরেমোস মুচা আর্হেন্টিনা।🤍💙

অনিরুদ্ধ সরকার প্রথম
Latest posts by অনিরুদ্ধ সরকার প্রথম (see all)