মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তোমরা বৈশাখ পালন করোনা

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

তোমরা বৈশাখ পালন করোনা

তোমরা বৈশাখ পালন করোনা

গান গেওনা বটমূলে

তোমরা মিনতি করো খোদার নিকট

ক্ষমা চাও দুহাত তুলে।

 

মুখোশে মুখ ঢেকে

পথে আল্পনা এঁকে

ধূতি পাঞ্জাবী পরে হেঁটোনা

পান্তা ইলিশ খেয়ে

বৈশাখী গেয়ে

রঙিন শাড়ি পরে নেচোনা।

 

তোমরা বৈশাখ পালন করোনা

ছুটে যাও ঘরে ঘরে

অসহায় মানুষ পরে আছে

অনাহারে অনাদরে।

 

তোমরা বৈশাখ পালন করোনা

হাজার টাকা খরচা করে

শত টাকার চাল পৌছে দিও

কোনো অনাহারির ঘরে।

 

তোমরা বৈশাখ পালন করোনা

কোনো নৃত্যের তালে

প্রার্থনা করো নিজ ঘরে বসে

এমনও বিপদকালে।

 

কেঁদে কেঁদে আজ করো ফরিয়াদ

খোদার দরবারে

করে দাও মাফ আমি গোনাহগার

তিনিইতো সব পারে।