মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তোমার অপরুপ ভাস্কর্য

রবীন জাকারিয়া

২৭ নভেম্বর, ২০২১ , ৬:০১ অপরাহ্ণ

কবিতা - তোমার অপরুপ ভাস্কর্য - রবীন জাকারিয়া

তোমার অপরুপ ভাস্কর্য

আমার হৃদয়ে আসীন৷

প্রতিটি বাঁক, পর্বত, উপত্যকা, বনাঞ্চল

রিভার বেসিন অতি চেনা৷

স্বযতনে রাখা দূর্লভ শিল্প কর্মটি

নিজের করে রাখতে পারিনি

লুটেরার হাত থেকে৷

সেই কবে থেকে খুঁজে বেড়াই

হারানো শিল্পটি ফিরে পেতে!

পাওয়া হয়নি আজো!

শিল্প জ্ঞান বিবর্জিত সমাজ

আমাকে বিয়ে পাগল ভাবলেও

চিৎকার করে বলতে পারিনা-

হারিয়ে যাওয়া ভাস্কর্যটা আমি

খুঁজি পেয়েছি “পরী”র মাঝে,

কিন্ত তাকে ধরবার

অত বড় ডানা নেই যে আমার৷

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)