ফোনটা পেয়ে অবাক আমি
পড়লো হঠাৎ মনে,
ভাবছি বসে এমন কী যে
করছি তোমার সনে!
কী কারণে রইলে ডুবে
কোথায় তবে ভুল,
নিরব থেকে হৃদয় মাঝে
ফোঁটালে যে হুল!
কেমন আছো? ছিলে কেমন?
জানার ছিলো সখ,
নয় মিথ্যে বলছি তোমায়
ভেবো না যে ঠক্!
হয়তো তুমি ভালোই ছিলে
ধরেই নিলাম ঠিক,
তুমি ছাড়া এইযে আমি
হারাইনি আর দিক!
তোমার ডাকে আমার সাড়া
চাঁদ-সুরুজে জানে,
থাকবো পাশে চিরদিনই
বলছি তোমার কানে!