মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তোমার প্রেমিক

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

ফেরদৌস রহমান পলাশ

সব দোষেতে দোষী

আমি স্বীকার করি-

তবে, তুমিও কেন আঁকলে বলো

কপাল জুড়ে অমন ছবি।

পরলে কেন যত্ন করে

অমন সাধের নাকছাবিটি।

আমার কি আর সাধ্য আছে

কাব্য করি, তোমায় নিয়ে।

কাব্য করুক, তোমার প্রেমিক।

হাজার খানেক পদ্য লিখুক

তোমায় নিয়ে

আর যদি সে, না পারে তা

তবে সে তোমার কেমন প্রেমিক?