একদিন সব ফুরোবে
তোমার জন্য জমানো প্রেম,
তোমার থেকে পাওয়া পরম বিচ্ছেদ,
তোমার বিরহ,
হুট করে সংসারী হয়ে ওঠার তীব্র ইচ্ছে,
লাল নীল স্বপ্ন,
দুপুরের ভাতঘুম,
জলতেষ্টা,
তোমার গন্ধ,
দুঃখবিলাস,
একদিন সব সব সব ফুরিয়ে যাবে।
এমনকি তোমার জন্য করা প্রতীক্ষারাও ফুরোবে!
ঠিক ফুরোবে।