মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তোমার বিরহ

সুমাইয়া তাসনিম স্মৃতি 

৪ ফেব্রুয়ারি, ২০২১ , ১২:১৪ পূর্বাহ্ণ

বিরহের কবিতা - তোমার বিরহ

একদিন সব ফুরোবে

তোমার জন্য জমানো প্রেম,

তোমার থেকে পাওয়া পরম বিচ্ছেদ,

তোমার বিরহ,

হুট করে সংসারী হয়ে ওঠার তীব্র ইচ্ছে,

লাল নীল স্বপ্ন,

দুপুরের ভাতঘুম,

জলতেষ্টা,

তোমার গন্ধ,

দুঃখবিলাস,

একদিন সব সব সব ফুরিয়ে যাবে।

এমনকি তোমার জন্য করা প্রতীক্ষারাও ফুরোবে!

ঠিক ফুরোবে।

 

সুমাইয়া তাসনিম স্মৃতি 
Latest posts by সুমাইয়া তাসনিম স্মৃতি  (see all)