সেদিন টলমলে জল তাল দিয়েছিল হাওয়ায়
বাতাস ঢেউ তোলে, ঢেউয়ের খেলা নৌকা ভাসায়,
শুকনো পাতা ঢেউযের খেলায় শেষ লক্ষ্য লুটে
বায়ুর দিকের অনিল হাওয়া ঈশান কোণে ছোটে।
রূপালি আলোয় চলছে দেখা পুকুরজলের লীলা
হঠাৎ হলো দৃষ্টিভ্রম, মাথায় ধরে জ্বালা।
বরফসাদা রৌপ্যকণা আমার পানে চেয়ে অবিচল।
দেখতে গিয়ে তুলতে যাবো ঘোমটা দেয়া আঁচল,
তখন দ্রুতগামী যাত্রীমেঘ এক পলকে পর্দা দিল ঢাকা
নিরালোকের বিদ্রূপে আর হয়নি সেথায় থাকা
মেঘের উপর দোষ চাপিয়ে আর পাইনি চাঁদের দেখা
সেগুন পাতার রসের ভেতর উপায়ন্তর আছে লেখা,
বাঁশ বাগানের আড়াল থেকে ঠিকরে যখন পড়বে আলো
নানান রকম উপায় খুঁজে দর্শন হবে না করে আর মুখটি কালো।
ছাতিম ফুলের সুবাস যখন ডাক পাড়বে ঘর ছাড়ার
চকচকে রুপ ধরছে সবাই আছে যারা এ ধরার,
ছাতিম পাতার মসৃনতায় দেখবে তাহার প্রতিরূপ
সহজ উপায় দিঘির জলে পারে তাহার স্বরূপ।
চালতা পাতার খাঁজের ভেতর খুঁজলে পারে রহস্য
থাকলে থাকুক ধাঁধার হিসেব পাইলে পরে আলস্য।