আল্লাহ তুমি দয়ার সাগর
দাও রহমত একটুখানি
তোমার রহম পেতে আজি
শুন্যে তুলি হাত দু’খানি।
দাও করুণার দুয়ার খুলে
অভাগা এই সৃষ্টি কুলে
আরশপানে তাকিয়ে আছে
তোমার বান্দা দু’হাত তুলে।
রোগ-ব্যাধিতে ছেয়ে গেছে
এই ধরণীর কোণে কোণে
তোমার দয়ার একটু পরশ
দাও বুলিয়ে সবার মনে।
আল্লাহ তোমার নামের শানে
দাও ক্ষমা এই গোমরাহি রে
একাল সেকাল সবই মাকাল
তুমি বিনে কেউ নাহি রে।