আমি ভুল করে,
ভুল পথে
হেঁটেছি বহুদূর।
দেখেছি, মিথ্যা ঢেকেছে সত্যকে,
লজ্জা করেনি অবনত-
নির্লজ্জকে।
সুউচ্চ আসনে সুন্দর ভূষণে,
ঢেকে কুৎসিত,
হয়ে স্বপ্রণোদিত-
নৈরাজ্যে ব্যাপৃত,
নিজ অহংকারে অহংকারী,
নিচ্ছে বাহবা,
নিজের হাত তালি।
বেলা শেষে,
চূর্ণ হবে, অহংকার,
আসবে আলো,
দূর হবে-
সব অন্ধকার ||