মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

দূর হবে অন্ধকার

ডা. শাহীন আরা বেগম

১৩ ফেব্রুয়ারি, ২০২২ , ৮:৫০ অপরাহ্ণ ;

কবিতা - দূর হবে অন্ধকার - ডা. শাহীন আরা বেগম

আমি ভুল করে,

ভুল পথে

হেঁটেছি বহুদূর।

 

দেখেছি, মিথ্যা ঢেকেছে সত্যকে,

লজ্জা করেনি অবনত-

নির্লজ্জকে।

 

সুউচ্চ আসনে সুন্দর ভূষণে,

ঢেকে কুৎসিত,

হয়ে স্বপ্রণোদিত-

নৈরাজ্যে ব্যাপৃত,

নিজ অহংকারে অহংকারী,

নিচ্ছে বাহবা,

নিজের হাত তালি।

 

বেলা শেষে,

চূর্ণ হবে, অহংকার,

 

আসবে আলো,

দূর হবে-

সব অন্ধকার ||

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *