নীলপদ্ম চোখ দুখানি ভ্রমর ডানা পাপড়ি খুলে
তাকালে যেই জানলা দিয়ে ঐ যে দূরে মনের ভুলে,
দেখ কেমন মিঠে রোদ ঐ চলকে ওঠে মাঠের ঘাসে-
জড়াচ্ছো চুল ডান আঙুলে, বাম আঙুলে জানলার শিক
কলমী দোলা দীঘির জলে হঠাৎ দেখ মাছের ঝিলিক,
কি গান শ্রেয়া গুনগুনালে, ঝিরিঝিরি ভোর বাতাসে!
একলা ছাদে সোনা রোদে শুকোচ্ছো চুল রেলিং ঝুঁকে
শোনো শোনো আর ঝুঁকো না, দোহাই ব্যথা বাড়ছে বুকে,
দিব্যি মাথার, দৌঁড় দিয়ো না, দিয়ো না দৌঁড় ছুঁইবো নাকো-
আছি কেমন তোমার থেকে কত্ত দূরে, এই দেখো না
তবু অমন কপট রেগে ভার করে মুখ আর থেকো না,
এ মা, তুমি ফেললে হেসে! ঠিক আছে মুখ ভারই রাখো!