মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

দেশ গান

ব্রজ গোপাল রায়

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩১ পূর্বাহ্ণ

দেশ গান

একুশ হয়ে একাত্তুরে

স্বাধীন হলো দেশ

মুক্তি মাতাল বাঙালিরা

পেলো বাংলাদেশ।। 

মুক্ত হলো রুদ্ধ আকাশ

যুদ্ধ দিনের গান

খোলা বুকে খোলা হাওয়া

খোলা হৃদয় প্রাণ

এইটুকু সুখ পাওয়ার জন্য

মূল্যটা যে বেশ ।। 

হারিয়ে গেল হাজার প্রাণ

ছেলে হারা মা

ভাই হারা বোনেদের বুকে

কান্না থামে না

রক্তমূল্যে কেনা এ সুখ

তুলনা যে অশেষ।।

(২)

আধুনিক গান

একুশ আমার সেই চেতনা

বেঁচে থাকার প্রেরণা

একুশ আমার  মুক্ত আকাশ

ভালোবাসার ঠিকানা ।।

একুশ তুমি  মেঠো পথে

রাখালিয়া সুর

একুশ তুমি মায়ের  ভাষা

মধুর চেয়ে মধুর।

তাইতো তুমি এ হৃদয়ে

অনেক দিনের চেনা।।

একুশ তুমি মন লাটাইয়ে

বাঁধন হারা ঘুড়ি

তোমার জন্যই ওই আকাশে

মুক্ত ডানায় উড়ি

তুমি আমার সবটুকু সুখ

নেই তোমার তুলনা ।।